সৌদি আরবে ২০১২ সালে আরব বিশ্বের সবচেয়ে বড় নারী অধিকার সম্মেলনের আয়োজন করা হয়েছিল দেশটির ইউনিভার্সিটি অব কাসিমে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বিশাল সম্মেলনে একজন নারীও অংশগ্রহন করেননি। এমনকি নেয়া হয়নি কোনো নারীর মতামতও।
ওই সম্মেলনটির প্রতিপাদ্য বিষয় ছিলো 'সমাজে নারীর অবস্থান'। প্রতিবছরই বিশ্ববিদ্যালয়টি এ ধরনের সম্মেলনের আয়োজন করে থাকে।
২০১৪ সালে সৌদি আরবের একটি প্রত্রিকায় এই সংবাদটি প্রকাশিত হয়। আর সম্প্রতি একটি ফেঞ্জ প্রত্রিকায়ও একই খবরের সাথে ছবিটি প্রকাশিত হয়।
বিশ্বের যেসব দেশে লিঙ্গ বৈষম্য অতি প্রকট তার মধ্যে সৌদি আরব অন্যতম। লিঙ্গ সমতার দিক থেকে বিশ্বে ১৩৬ টি দেশের মধ্যে সৌদি আরবের অবস্থান ১২৭।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব