মন্দিরের ভিতরে ঢুকে নগ্ন ছবি তুলে গ্রেফতার হলেন দুই আমেরিকান বোন। লিন্ডসে অ্যাডামস (২২) ও লেসলি (২০) নামের আরিজোনার এই দুই মার্কিন কন্যা কম্বোডিয়ায় বেড়াতে এসে পবিত্র অ্যাংকর মন্দিরের ভিতরে একে অপরের নগ্ন ফটো তোলেন।
এ ঘটনায় ক্ষুব্ধ মন্দির কর্তৃপক্ষ। তারা দুই বোনকে আটকে রেখে খবর দেন পুলিশকে। এরপর পুলিশের হাতে তুলে দেন তাদের।
তাদের বিরুদ্ধে অভিযোগ, দুই বোনই তাদের অন্তর্বাস খুলে মন্দিরের ভিতরে নগ্ন ছবি তুলেছিলেন। মন্দিরের রীতি-রেওয়াজের সঙ্গে অত্যন্ত বেমানান ও ঘৃণ্য- এই অভিযোগে মন্দির কর্তৃপক্ষ দুই বোনকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে পবিত্র স্থানে নগ্ন ছবি তোলা ও পাচারের দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে।
কম্বোডিয়ায় স্থানীয় অনলাইন সংবাদপত্র কম্বোডিয়ান এক্সপার্ট অনলাইন জানিয়েছে, দুই বোনকেই পর্নগ্রাফির দায়ে গ্রেফতার করা হয়েছে। তাদের ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি ২৫০ ডলার জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও অন্য এক মন্দিরের ভিতরে একে অপরের নগ্ন ছবি তোলায় তিন ফরাসি পর্যটককে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ