সবাই তাকে ডাকে মামা লি। বাড়ি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। নিজের একমাত্র বাড়ি বিক্রি করে দিয়ে সাত বছর ধরে একটি বিলাসবহুল জাহাজে বসবাস করছেন এই নারী। প্রমোদ তরীটির নাম ক্রিস্টাল সিরিনিটি। এ পর্যন্ত ১৫ বার পৃথিবী ঘুরেছেন এই জাহাজে করে।
সাত বছরে জাহাজটি মোট ২০০ বার প্রমোদ বিহারের মাধ্যমে এ ভ্রমন সম্পন্ন করেছে আর এ পুরো সময় মামা লি জাহাজে ভেসে ভেসে সমুদ্রেই কাটিয়ে দিয়েছেন।
ফ্লোরিডায় বিরাট এলাকা নিয়ে ছিল লির ৫ বেডরুমের একটি বাড়ি। ১৯৯৭ সালে ক্যান্সারে মারা যায় লি’র স্বামী। তারপর স্বামীর রেখে যাওয়া বাড়িটি বিক্রি করে দিয়ে বিলাসবহুল এ প্রমোদ তরীতে নিজের ঠিকানা গড়েন। এ জাহাজই এখন তার বাড়ি, জাহাজই তার ঠিকানা। আর জাহাজটির জগত হল গোটা পৃথিবীর সমুদ্র।
সাত বছরে জাহাজের সমস্ত নাবিক, স্টাফ তার অতি পরিচিত হয়ে গেছে। তারাই তার আপনজন। তাদের সাথেই হেসে খেলে, আডডায় আর গল্পে কাটে তার সময়। তীরে আসার কথা আর ভাবেন না কখনো। বয়সের ঝুলিটাও অনেক ভারী হয়ে গেছে।
৮৬ বছরের লি জানান, স্বামীর সাথে ৫০ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন তিনি। তারা দুজনে মিলে বহু বছর এক সাথে সমুদ্রে কাটিয়েছেন। সুযোগ পেলেই সমুদ্র ভ্রমনে বের হতেন। দিনের পর দিন দুজনে মিলে জাহাজে বাস করেছেন। তার স্বামী মারা যাবার আগের দিনও তাকে বলে গেছেন তিনি যেন তার সমুদ্র বিহার বন্ধ না করেন।
স্বামীর প্রেরনাতেই যে লী এভাবে জাহাজে ঠিকানা খুঁজে নিয়েছেন তা কিন্তু নয়। লির মতে এটা তার কাছে রূপকথার মত স্বপ্নময়।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ