ঝাড়ুতেই কিস্তিমাত করলো অরবিন্দ কেজরিওয়াল। তাই দিল্লিতে এখন ঝাড়ুর কদর বেড়ে গেছে কয়েক গুণ। আর কারণে দিল্লিতে ঝাড়ু খুঁজে পাওয়া এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
ঝাড়ু চিহ্নের উপর ভরে দিল্লিতে এক কথায় বিরোধীদের ঝেটিয়ে বিদায় করেছে আম আদমি পার্টি। তাই আপের জয়জয়করে ভারতের রাজধানীতে মহামূল্যবান হয়ে উঠল সেই ঝাঁটাই।
মঙ্গলবার সকাল থেকেই দিল্লির বুকে ঝাঁটা হাতে আম-আদমি কর্মী সমর্থকরা নেমে পড়ে বিজয়োল্লাসে ময়দানে। আর ঝাঁটার কদর বুঝে দিল্লিতে পাল্লা দিয়ে বাড়ছে ঝাঁটার দাম। সাধারণভাবে যে ঝাঁটা এতদিন দিল্লিতে বিক্রি হতো খুব বেশি হলে ৩০ থেকে ৫০ রুপিতে, মঙ্গলবা্রের পর থেকে সেই ঝাঁটার দাম একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২০০ থেকে ৩০০ রুপি। আপের জয়জয়াকারে রাজধানী দিল্লিতে এক দিনেই ঝাঁটার চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে আপ সমর্থকরা অভিযোগ করতে শুরু করেছেন দোকানে দোকানে ঘুরে গ্যাঁট থেকে বেশি টাকা খসিয়েও নাকি পাওয়া যাচ্ছে না ঝাঁটা।
দিল্লির ঝাড়ু বিক্রেতারা জানিয়েছেন, বুথ ফেরত সমীক্ষায় আপ-এর জয়ের গন্ধ পাওয়ার পর থেকেই বেড়ে যায় ঝাঁটার বিক্রি। মঙ্গলবার এক ধাক্কায় সেই বিক্রি ওঠে তুঙ্গে। ফলে আপ কর্মী সমর্থকদের দৌলতে দিল্লির বুকে এখন ঝাঁটা বিক্রেতাদের দোকান শূন্য। শুধুমাত্র যোগানের অভাবে দোকান থেকে ঝাঁটা ছাড়াই ফিরতে হচ্ছে বহু মানুষকে।
তবে বিজয়োল্লাস বলে কথা। ঝাটা নেই বললেই তো হবে না। ফলে দাম বাড়লেও এবং যোগান কমলেও, হাল ছাড়তে নারাজ কেজরিওয়ালের দলের কর্মী সমর্থকরা। অগত্যা রাস্তায় রাস্তায় দোকানে দোকানে এবং বাড়ি বাড়ি ঘুরে এখন যেন তেন প্রকারে ঝাঁটা জোগাড়ে ব্যস্ত তারা।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব