একি, দীপিকা পাডুকোন ঢাকায়! না দীপিকা তো নয়, তাহলে কে? তাকে দেখে থমকে দাঁড়ালেন পথচারীরা। কেউ আবার রিক্সা থামিয়ে দাঁড়িয়ে পড়লেন। না থেমে উপায় নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যখন শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আর হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি, তখন সেখানে দাঁড়িয়ে লুঙ্গিড্যান্সের পোজ দিচ্ছেন এক বিদেশিনী। শরীর বাঁকা করে, হেলে দুলে 'লুঙ্গিড্যান্স' স্টাইলে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ভিনদেশি মেয়েটি।
বিদেশিনী আসলে কানাডার নাগরিক কেটলিন। গতকাল শুক্রবার হাইকমিশনের অন্যদের সঙ্গে বেরিয়েছিলেন রিক্সার্যালিতে। অন্যরা যখন শখ করে অদ্ভুত সব সাজে নিজেদের সাজাচ্ছিলেন তখন কেটলিনও বেরিয়ে পড়লেন লুঙ্গি পরে। র্যালির ফাঁকে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে দিয়ে বসলেন 'লুঙ্গিড্যান্স'।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ