একটি লাওয়ারিশ বিড়াল মরে পড়ে ছিল কলকাতার রাস্তায়। বিড়ালটির অপঘাতে মৃত্যুর অভিযোগে থানায় অভিযোগ দায়ের করলেন সৈকত সরকার নামের এক ব্যক্তি। পাটুলির ওই ব্যক্তির অভিযোগ, শুক্রবার রাত দশটা নাগাদ রাস্তার একটি বিড়ালকে হত্যা করা হয়েছে!
অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে বিড়াল হত্যার অভিযোগ দায়ের করেছেন সৈকত সরকার। তার অভিযোগ পাওয়ার পর মৃত বিড়ালটিকে উদ্ধার করে পুলিশ। পরে প্রিভেনশন টু ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট, ১৯৬০ অনুযায়ী বিড়াল হত্যার তদন্ত শুরু করে দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিড়ালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৫/ রশিদা