পাকিস্তানেও খুঁজে পাওয়া গেছে এক বিরাট কোহলিকে! নির্ভরযোগ্য সূত্রে খবরের সত্যতা নিশ্চিত করা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ঝড় বইছে। পাকিস্তানের এক তরুণের ছবি প্রায় হুবহু মিলে গেছে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। আর সেটা টুইটার ও ফেসবুকে দেদারছে শেয়ার করছে ভারত ও পাকিস্তানের ক্রিকেটভক্তরা।
কোহলির চেহারার সঙ্গে মিল থাকায় ভাগ্যও খুলতে শুরু করেছে এই তরুণের। পাকিস্তানের কয়েকটি সংবাদপত্রের খবরে জানা যায়, এই তরুণ নাকি বিজ্ঞাপনের জন্য প্রস্তাব পেতেও শুরু করেছেন।
ছবিতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরা তরুণ অনেকটাই বিরাট কোহলির মতো। অবশ্য এর আগে পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদকেও কোহলির মতো লেগেছিল। এখনো হেলমেট পরা অবস্থায় (ছোট করে ছাটা দাড়ি থাকলে) আহমেদ শেহজাদকে বিরাট কোহলির মতোই লাগে। ২০১৪ এশিয়া কাপে পাকিস্তানের এই তারকাকে দেখে বাংলাদেশের অনেক ক্রিকেটভক্তই বিরাট কোহলি মনে করে চমকে উঠেছিলেন। এবার আরো চমকে দিলেন এই পাকিস্তানি তরুণ।
এদিকে ইন্টারনেটে যখন কোহলিকে নিয়ে ঝড়, তখন বান্ধবী আনুশকা শর্মাকে নিয়ে মনের আনন্দে শপিংমল ও বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে সময় কাটাচ্ছেন ভারতের টেস্ট অধিনায়ক। কারণ জিম্বাবুয়ে সফরে যেতে না হওয়ায় বেশ বড় অবসর পেয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই ২০১৫/ এস আহমেদ