আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় লং দ্বীপে মিলেছে ১০ কেজি ওজনের বিশাল এক গলদা চিংড়ি৷ এটিকে নিয়ে শোরগোল পড়ে গেছে দ্বীপটিতে৷ চিংড়িটির বয়স প্রায় ৯৫ বছর বলে মনে করা হচ্ছে৷ এরইমধ্যে লং দ্বীপের একটি রেস্টুরেন্ট চিংড়িটির প্রদর্শনী করেছে৷
জর্ডন লবস্টার ফার্মস সিফুড রেস্টুরেন্টের মালিক স্টিভ জর্ডন জানান, কানাডার বে অব ফান্ডি সাগর থেকে সম্প্রতি চিংড়িটিকে ধরা হয়৷ চিংড়ি মাছটি সত্যিই দেখতে দারুন৷
গত ১৫ বছরের মধ্যে এখানকার মানুষ এতো বড় গলদা চিংড়ি দেখেনি৷
বিডি-প্রতিদিন/২৫ জুলাই ২০১৫/ এস আহমেদ