এক বক্তৃতায় আয় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি টাকা (১ ডলার সমান ৮০ টাকা হিসাবে)। আগামি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় পদপ্রার্থী ও যুক্তরাষ্ট্রের রিয়েল স্টেট মোগল খ্যাত ডোনাল্ড জে ট্রাম্প এক বক্তৃতার মাধ্যমে এই আয় করেন। এই তথ্য দিয়েছে দেশটির ফেডারেল ইলেকশন কমিশন। বুধবার ৯২ পৃষ্ঠার আর্থিক বিবরণীতে উঠে এসেছে এই তথ্য।
ডোনাল্ড জে ট্রাম্প নিউইয়র্ক থেকে দুবাই, দুবাই থেকে ব্রাজিল পর্যন্ত ৫১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাঁর পাওনা ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার। তিনি ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক। ডোনাল্ডের স্ত্রী মেলিনিয়াও স্কিন কেয়ার এক্সেসরিজ কোম্পানি থেকে ১ লাখ ৫ হাজার মার্কিন ডলার আয় করে থাকেন। ট্রাম্প ব্রান্ডের মাধ্যমে পানামা, ইস্তাম্বুল ও ওয়াশিংটনের বিলাসবহুল হোটেল ও বাসস্থানের টাওয়ার থেকে ৯ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার রয়্যালিটি আয় করেন।
ফিলিস্তিন ও ইসরায়েলের ভূ-খণ্ডে ভদকা ও এনার্জি ড্রিংক বিক্রি করেও আয় করে থাকেন ডোনাল্ড। পাশাপাশি ফোম, ম্যাট্রেস ও কফি বিক্রি থেকেও তার আয় হয়। এ ছাড়া নারীদের কিছু পণ্য বিক্রি করে তিনি বছরে ১ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকেন। নিউইয়র্ক টাইমস।
বিডি-প্রতিদিন/ ২৫ জুলাই, ২০১৫/ রোকেয়া।