স্পেনের ত্রিগেরোস দেল ভাইয়ে একটি অভিনব ঘটনা ঘটলো। সেখানে ভোট দিয়ে কুকুর-বিড়ালকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এখন থেকে মানুষের মতই সমান অধিকার দেয়া পাবে শহরটির কুকুর-বিড়াল। ত্রিগেরোস দেল ভাইয়ের জনসংখ্যা মাত্র ৩৩০ জন।
জানা গেছে, সেখানকার পৌর প্রশাসনের সভায় সর্বসম্মতভাবে বিড়াল ও কুকুরকে ‘নন হিউম্যান রেসিডেন্টস’ আখ্যা দিয়ে তাদের অধিকারকে সুনিশ্চিত করা হয়।
পৌরসভার প্রধান পেদ্রো জে পেরেস এসপিনোসা জানান, পৌরসভার প্ল্যানিং সেশনে গত সোমবার এ বিষয়টি ঠিক করা হয়। কুকুর ও বিড়ালরা আমাদের সঙ্গেই হাজার বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে। তিনি জানান, সেজন্যই তাদের অধিকার রক্ষা করতেই এ আইন বলবৎ করা হয়েছে। এ আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, এসব প্রাণীর মৃত্যু হতে পারে এমন কোনো কাজ করা যাবে না।
বিডি-প্রতিদিন/ ২৫ জুলাই, ২০১৫/ রশিদা