এন্টার্কটিকায় প্রায় ৫ কোটি বছরের পুরনো শুক্রাণু জীবাশ্ম পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা, এটা সিটেলাটা বৈজ্ঞানিক ফ্যামিলির শুক্রাণু। যেহেতু শুক্রাণু খুব অল্প সময় জীবিত থাকে তাই শুক্রানুর জীবাশ্ম উদ্ধার খুবই বিরল ঘটনা। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।
এর আগে সবচে' পুরনো যে শুক্রাণু জীবাশ্ম পাওয়া গিয়েছিল, সদ্যপ্রাপ্ত জীবাশ্মটি তার চাইতে ১ কোটি বছরের পুরনো বলে দাবি করছেন বিজ্ঞানীরা। স্টকহোমের সুইডিশ মিউজিয়াম ও ন্যাচরাল হিসট্রির প্যালানেটোলজিস্টরা জানান, পাথর পরীক্ষা করতে গিয়ে আশ্চর্যজনকভাবেই এই শুক্রাণু জীবাশ্মের সন্ধান পান তারা।
বিজ্ঞানীরা বলছেন, এটি যে প্রাণীর শুক্রাণু সেই প্রাণী বহুকাল আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তবে আধুনিক শুক্রাণুর বহিরাগত আকারের সঙ্গে বিশেষ পার্থক্য নেই এই জীবাশ্মের।
বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৫/ রশিদা