যেখানে সেখানে মূত্রত্যাগ রোধে প্রশাসনকে সবসময়ই কিছু না কিছু পদক্ষেপ নিতে হয়। কিন্তু তারপরও মূত্রত্যাগ রোধ পুরোপুরি সম্ভবপর হয়ে ওঠে না। আর তাই সানফ্রান্সিসকো নগর কর্তৃপক্ষ গ্রহণ করেছে এক অভিনব উদ্যোগ। দেশটির রাস্তার ধারের কোন দেয়ালে মূত্রত্যাগ করার চেষ্টা করতে গেলেই সর্বনাশ! সেই মূত্র দেয়াল থেকে ওই ব্যক্তির দিকেই ছিটকে আসবে।
এর আগে এমন উদ্যোগ নিয়ে সফল হয়েছিল জার্মানি। সেখানকার হামবুর্গে ‘আলট্রা এভার ড্রাই’ নামের রঙ নিয়ে দেয়ালে প্রলেপ দেয়া হয়। এর ফলে সামনের বাতাসে এমন একটি প্রতিবন্ধকতা তৈরি হয় যাতে করে কোন তরলের সংস্পর্শে এলেই সেটি উল্টো দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শহরটির যে এলাকায় প্রচুর নাইট ক্লাব, সেখানকার দেয়ালে এই রঙ লাগানো হয়।
জার্মানিতে এরকম উদ্যোগ সফল হওয়ার পর সানফ্রান্সিসকো এই পদক্ষেপ নিয়েছে। দেশটির নগর কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে মূত্র-প্রতিরোধী রঙের প্রলেপ লাগাচ্ছে রাস্তার ধারের দেয়ালগুলোতে। পথচারীরা যখন এরকম কোন দেয়ালে মূত্রত্যাগ করার চেষ্টা করবেন, সেই মূত্র তার গায়েই ছিটকে আসবে। এ পর্যন্ত সানফ্রান্সিসকোর নয়টি দেয়ালে এই রঙ লাগানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৫/ রশিদা