জার্মানিতে সম্প্রতি ৯২ বছরের এক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট ডাক্তার। এরপর তাকে শবঘরে রাখা হয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে হলে জেগে উঠেন তিনি! অবশ্য জেগে উঠার দুই দিন পর মারা যান ওই বৃদ্ধা। চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণে এমনটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
গোপনীয়তা আইনের স্বার্থে ৫৩ বছর বয়সী ওই চিকিৎসকের নাম প্রকাশ না করে আইনজীবী বিরজিট জুয়েরজেন্স জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার।
ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ, গত মার্চ মাসে নাড়ির স্পন্দন ও শ্বাস-প্রশ্বাসের অস্তিত্ব না পাওয়ায় মারাত্মক অসুস্থ ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন তিনি।
খবরে বলা হয়, ওই বৃদ্ধাকে যেদিন তাকে মৃত ঘোষণা করা হয় সেদিনই বার্লিনের এক শবঘরে রাখা হয়। তবে সন্ধ্যা বেলায় সেখানে থেকে এক তীব্র চিৎকার শোনা যায়। এরপর সেখানে জীবিত অবস্থায় পাওয়া যায় তাকে। আর এর ঠিক দুই দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যান তিনি। খবর ইন্ডিপেন্ডেন্টের
বিডি-প্রতিদিন/৩১ জুলাই ২০১৫/শরীফ