কানাডায় শত শত মহিলা নগ্নবক্ষ হয়ে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন। অন্টারিও অঙ্গরাজ্যের ওয়াটারলুতে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। নগ্নবক্ষ হয়ে সাইকেল চালানোর অভিযোগে তিন বোনকে পুলিশ বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এমন অভিনব কর্মসূচিতে অংশ নেন তারা। তাদের অনেকের হাতেই ছিল নানা স্লোগান লেখা ফেস্টুন। এগুলোর কোনো কোনোটিতে লেখা ছিল 'নগ্নতার অর্থ যৌনতা নয়'।
১৯৯৬ সালে দেশটির আদালতের দেওয়া এক রায়ের মাধ্যমে কানাডার অন্টারিওতে নগ্নবক্ষ হয়ে চলাফেরা করা আইনত বৈধ। যে তিন বোন পুলিশি বাধার সম্মুখীন হয়েছিল তাদের বক্তব্য, 'দিনটি ছিল খুবই গরম; তাই আমরা শার্ট খুলে ফেলেছিলাম।' এই তিন বোনের একজন আলিশা ব্রিলা নামে পরিচিতি পাওয়া নামী একজন সংগীতশিল্পী।
বিডি-প্রতিদিন/২ আগস্ট ২০১৫/শরীফ