১৮ ফুট লম্বা একটি বার্মিজ পাইথন ধরা পড়লো ফ্লোরিডার এভারগ্লেডেস ন্যাশানাল পার্কে। ১৩০ পাউন্ড (৫৯ কেজি) ওজনের এই পাইথনটিকে বয়ে নেয়ার জন্য এগিয়ে আসতে হলো ৫ জনকে। কিন্তু তারপরও এটাকে বাগে আনতে পাঁচজনকে হিমশিম খেতে হলো।
১৮ ফুট ৩ ইঞ্চির এই পাইথনটি পরীক্ষা-নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে ফ্লোরিডায় ১৯ ফুট লম্বা পাইথন ধরা পড়েছিল। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায় এই প্রজাতির পাইথন। চামড়ার জন্য চোরাশিকারীদের কাছে খুবই কদর এই সাপের। নিশাচর জাতীয় এই ধরনের নারী পাইথন ৩৬টি ডিম পাড়তে পারে।
বিডি-প্রতিদিন/ ০৬ আগস্ট, ২০১৫/ রশিদা