ভারতে এবার গরুর বাছুরকে ধর্ষণের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। সাত মাসের বাছুর ধর্ষণের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তরপ্রদেশের বুলন্দশহরের আহমেদগড়ের মন্ডনাগলা গ্রামে।
অভিযুক্ত যুবক পঁচিশ বছরের দীনেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বাছুরটির মালিক, ওই একই গ্রামের বাসিন্দা ৩৫ বছরের সুখপাল।
ওই জেলার এসপি পঙ্কজ পাণ্ডে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। আপাতত বাছুরটিকে পশু পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে পুলিশ। মূল অভিযুক্ত দীনেশ বর্তমানে পলাতক। তার খোঁজে মাঠে নেমেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৫