জানুয়ারিতে কন্যা সন্তান মারা গেছে। সন্তান হারানোর শোক এখনও ভুলতে পারেননি মা-বাবা। এরই মধ্যে মৃত মেয়েটির স্কুল থেকে ফোন। মা ফোন তুলতেই ওপার থেকে এক নারীর কণ্ঠস্বর, 'আপনার মেয়ের শেষ তিন মাসের স্কুলের ফি বকেয়া আছে। তাড়াতাড়ি দিয়ে যাবেন।' হ্যাঁ, বাহরাইনের একটি ভারতীয় স্কুল কর্তৃপক্ষের এরকমই এক ঘটনার শিকার প্রবাসী ভারতীয় এক দম্পতি।
জন্মসূত্রে ভারতের কেরলের বাসিন্দা সাইনি ফিলিপ জানান, তার মেয়ে Indian School Bahrain (ISB)-এ পড়ত। জানুয়ারি মাসে কঠিন অসুখে মৃত্যু হয় তার। সন্তান-শোকে বিপর্যস্ত ওই দম্পতি স্কুলের অমানবিক আচরণে স্তম্ভিত। সাইনির স্বামী জোফি চেরিয়ানের কান্না মেশানো গলায় বলেন, 'আমার মেয়ে আর বেঁচে নেই, স্কুলকে জানুয়ারি মাসেই জানিয়েছিলাম। তাও ওরা এপ্রিল পর্যন্ত মেয়ের স্কুল ফি বাবদ মোটা অঙ্ক ধার্য করেছে। বলছে, আমাকে ফি মেটাতেই হবে। মৃত সন্তানের স্কুল ফি দিতে হবে।'
ঘটনাটি গাল্ফ ডেইলি নিউজে প্রকাশিত হতেই বিড়ম্বনায় পড়ে গিয়েছে ISB। স্কুলের চেয়ারম্যান প্রিন্স নটরাজনের সাফাই, 'হয়ত ম্যানেজমেন্টের কোন গাফিলতিতে ঘটনাটি ঘটেছে। আমরা তদন্ত করে দেখছি। যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে মা-বাবার কাছে ক্ষমা চাচ্ছি।'
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৫/মাহবুব