ইংল্যান্ডের গ্লুকেস্টার শহরে চলতি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এক আশ্চর্য ডিম পাওয়া গিয়েছিল। সাধারণ ডিমের চেয়ে প্রায় তিন গুণ বড় এবং প্রায় চার আউন্স ওজনের ওই ডিমে ছিল চারটি কুসুম। ২০১০ সালে এই ধরনের একটি ডিমের খবর পাওয়া গিয়েছিল নিউক্যাসেলে।
বিশেষজ্ঞদের মতে, মুরগির একটি ডিমে দুটি কুসুম পাওয়ার ঘটনা খুব কম ঘটে। ০.১ শতাংশ ক্ষেত্রে এমনটি হতে দেখা যায়। প্রতি ১১০০ কোটি ডিমের মধ্যে একটিতে হয়তো চারটি কুসুম থাকতে পারে। চারটি ডিম পাওয়ার প্রতিটি ঘটনাই ইংল্যান্ডের। তবে এবার চার কুসুমের একটি ডিম পাওয়া গেছে চীনে। সানজি প্রদেশের জিয়ান শহরে বসবাসকারী ইয়ান নামে এক নারী পেয়েছেন ডিমটি।
চীনের সংবাদমাধ্যম পিউপল ডট সিএনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়ান তার পরিবারের জন্য রাতের খাবার তৈরির সময় ডিম ভেঙ্গে সেখানে চারটি কুসুম দেখে অবাক হন।
ইয়ানের বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, সাধারণ ডিমের সঙ্গে এর তেমন কোনো পার্থক্য ছিল না। এর ওজন ও আকার ছিল স্বাভাবিক ডিমের মতোই। এটি ভাঙ্গার আগে এমনটি মনে হয়নি যে, এর মধ্যে একাধিক কুসুম থাকতে পারে।
বিশেষজ্ঞরা জানান, এক ডিমে চারটি কুসুম পাওয়ার ঘটনা খুব কম ঘটে। তবে একটি ডিমে সর্বোচ্চ নয়টি কুসুম পাওয়ার ঘটনারও ঘটেছিল।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট ২০১৫/শরীফ