ব্রিজের রেলিং ধরে দাঁড়ানো এক নারী। একটি পা সে ব্রিজের রেলিংয়ে তুলে দিয়েছে। বাকি পা তুলে নদীতে লাফিয়ে পড়তে যাবে অমনি পেছন থেকে টেনে ধরলো কেউ। আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে তাকে ধরে ফেলেন সে সময় ব্রিজের ওপর দিয়ে যাওয়া একটি বাসের চালক। পূর্ব চীনের নানজিংয়ে গত রবিবার এ ঘটনা ঘটে।
কাকতালীয়ভাবে বাসের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধারণ হয়ে যায়।
পিপলস ডেইলি অনলাইনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর অনলাইন জানায়, যখন বাস চালক ওই অজ্ঞাত নারীকে লক্ষ্য করেন ততক্ষণে সে এক পা সেতুর রেলিংয়ের ওপারে রেখে ফেলেছিল।
পরে ওই চালক বাস থেকে নেমে আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাধা দেন এবং অন্য যাত্রীদের সহযোগিতায় তাকে নিরাপদে বাসে তুলে নেন। যদিও ওই নারী তখন হাত-পা ছাড়ানোর জন্য যারপরনাই চেষ্টা করছিলেন। কিন্তু শেষ অবধি তার শক্তি হার মানে বাসের চালক ও যাত্রীদের কাছে।
নানজিংয়ের ইয়াং সেতুর উপর থেকে ঝাঁপ দিতে চাওয়া ওই নারীর বয়স ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধার করার সময় তিনি চালক ও যাত্রীদের বাধা দিচ্ছিলেন। যেহেতু কয়েকজন মিলে চেষ্টা করছিলেন, এক পর্যায়ে সবাই তাকে নিরাপদে বাসে তুলতে সক্ষম হন।
উদ্ধারের পুরো ঘটনাটি ছিল এক মিনিটেরও কম সময়ের। পরে চালক যাত্রীরা পুলিশ ডাকেন এবং ওই নারীকে কাউন্সিলিংয়ের জন্য পাঠান হয়।
ভিডিও:
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৫/ এস আহমেদ