সিনেমার মতোই গল্পটা। একটি গ্রামের বাসিন্দা মাত্র দুইজন। তারা ৪৫ বছর ধরে ওই গ্রামে বসবাস করছেন। ১৯৩৬ সালে স্পেনের গৃহযুদ্ধ চলার পরে বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে কাজের জন্য শহরের উদ্দেশ্যে চলে যায়। কিন্তু স্প্যানিশ দম্পতিটি সিদ্ধান্ত নেয় তারা গ্রামেই থেকে যাবেন।
ভ্যালেনসিয়া থেকে প্রায় ১০০ মাইল দূরে অবস্থিত গ্রামটি। জুয়ান মার্টিনের বয়স ৮২ আর তার স্ত্রী সিনফোরোসার ৭৯ বছর। সারা দিনে জামা-কাপড় ধোয়া, পোষা প্রাণীর দেখাশোনা এবং চাষাবাদ করতেই দিন কেটে যায় তাদের।
'জাঙ্গেলস ইন প্যারিস' নামে একটি শর্ট ফিল্মে স্প্যানিশ দম্পতির বেঁচে থাকার কঠিন ছবিগুলি তুলে ধরা হয়েছে। জুয়ান মার্টিন জানান, অনেক বছর আগেই তিনি এই গ্রাম ছেড়ে শহরে চলে যেতে পারতেন। কিন্তু তার স্ত্রী কখনোই শহরে যেতে চাননি। তাই তারও আর শহরে যাওয়া হয়ে ওঠেনি।
তিনি আরও জানান, তাদের একটি মেয়ে ছিল। ১২ বছর বয়সে সে মারা যায়। তারপর আর ওই গ্রাম ছেড়ে চলে যাবার কথা ভাবেননি তারা।
ভিডিও দেখতে ক্লিক করুন:
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৫/ রশিদা