সম্প্রতি এক সমীক্ষায় বলা হয়েছে, নারীরা লাজুক, মৃদুভাষী এবং নম্র-ভদ্র পুরুষের শুক্রাণু চায়। অন্তত অনলাইনে এমন পুরুষের শুক্রাণুই চাইছেন নারীরা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক স্টিফেন হোয়াইট বলেন, 'সারা পৃথিবীতে পুরুষদের থেকে নারীরা শুক্রাণু নিচ্ছেন। যত দিন যাচ্ছে, এর চাহিদা তত বাড়ছে। সাধারণত বাস্তব জীবনে খোলামেলা, সাহসী পুরুষকেই নারীরা পছন্দ করেন। কিন্তু শুক্রাণুদাতা হিসেবে তারা পছন্দ করছেন লাজুক পুরুষকে।
ওই সমীক্ষা থেকে জানা গেছে, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, ইতালি, সুইডেন এবং যুক্তরাষ্ট্রের পুরুষরাই সবচে' বেশি শুক্রাণু দান করছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৫/ রশিদা