হেলমেটহীন বাইক আরোহীকে আটকে এক ট্রাফিক সার্জেন্ট ও একজন হোমগার্ড বেধড়ক মারধরের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের পাটুলিতে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টা নাগাদ পাটুলি থানা এলাকার ঢালাই ব্রিজে ডিউটি করছিলেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট মানবেন্দ্র বিশ্বাস ও হোমগার্ড প্রবীর অধিকারী। সেই সময় হেলমেট ছাড়া গোপাল হালদার নামে এক মোটরবাইক আরোহীকে আটকানো হয়। বাইকের কাগজপত্র ও লাইসেন্স দেখতে চাইলে সার্জেন্টের সঙ্গে বচসা বেধে যায় ওই বাইক আরোহীর। অভিযোগ, এরপর লাইসেন্স জমা দিলেও কাগজে সই করার সময় বাইক নিয়ে চম্পট দেন বাইক আরোহী। তবে কিছুক্ষণের মধ্যেই দলবল নিয়ে ফিরে আসেন বাইক আরোহী গোপাল হালদার। অভিযোগ, সার্জেন্ট মানবেন্দ্র বিশ্বাসকে ধাক্কা দেওয়া হয়। বাধা দিলে মারধর করা হয় হোমগার্ড প্রবীর অধিকারীকে। তাঁর মুখে গুরুতর আঘাত লেগেছে।
এই ঘটনায় সরকারি কর্মীকে কাজে বাধা ও মাধরের মতো দুটি জামিনঅযোগ্য-সহ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ