মুসলিম সমাজে বান্ধবী বলে কোন সম্পর্কের কথা উল্লেখ নেই বলে রায় দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আর এই মতের ভিত্তিতে সাইবার ক্রাইমের জন্য এক ব্যক্তির জামিন খারিজ করে দিয়েছেন আদালত।
ফেসবুকে নিজের বান্ধবীর জাল অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তিনি। সেই অ্যাকাউন্টে বান্ধবীর বহু ছবি পোষ্ট করেছিলন। ২ মাস আগে মহম্মদ মুনিরকে ফেসবুকে একটি মেয়েকে হয়রানির জন্য গ্রেফতার করে ফেডেরাল ইনভেসটিগেশন এজেন্সি। কিন্তু পরে জানা যায় মেয়েটি ছিল মুনিরের বান্ধবী।
বান্ধবী জানার পরেই সুপ্রিম কোর্ট জানায়, মুসলিম সমাজে বান্ধবী বলে কোনও সম্পর্ক থাকতেই পারে না। এই বান্ধবী সম্পর্কটি হল পশ্চিমী দেশগুলির একটি সংস্কৃতি।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন