মানবজাতির উপকারি ও স্বাস্থ্যকর ফলগুলোর একটি হচ্ছে কলা। এর রয়েছে নানাবিধ গুণাগুণ। কিন্তু কষ্টদায়ক খবর হলো, আগামী কয়েক দশকের মধ্যে এই ফলটি নাকি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে! একদল গবেষক এমন আশঙ্কার কথাই জানিয়েছেন।
গবেষকদের মত, 'পিচ্ছিল জাতীয় সবচেয়ে প্রচলিত এই ফলটি দ্রুত ভাইরাস ছড়িয়ে দিতে সক্ষম'।
গবেষকদের দাবি, দক্ষিণ আমেরিকা অঞ্চলের কলায় 'ট্রপিক্যাল রেস ৪' নামে এক ধরনের ভাইরাস ধরা পড়েছে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ওই অঞ্চলেই বিশ্বের ৮২ শতাংশ কলা উৎপাদিত হয়।
কলায় ভাইরাস সংক্রমণের খবর নতুন নয়। এর আগেও কলায় ভাইরাসের সন্ধান মিলেছে। তবে ওই ভাইরাসটি ভয়ানক বলে মন্তব্য করেছেন গবেষকরা।
গবেষণায় দেখা যায়, 'প্রধান সমস্যা হচ্ছে কোনো বীজ ছাড়াই কলা জন্মে। তার মানে, প্রতিটি কলা প্রতিটির জেনেটিক ক্লোন। অর্থাৎ কোনো ভাইরাস এক কলাতে হলে তা অন্যগুলোকেও প্রভাবিত করে।'
লাটিন আমেরিকায় পাওয়া ওই ভাইরাসটি কীটনাশক প্রতিরোধক এবং এটি একটি কলাগাছের মূলে আক্রমণ করে। ভাইরাসটি মাটিতে ৩০ বছর ধরে সুপ্ত থাকতে পারে।
তাই কলাকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এর নতুন প্রজাতির জাত উন্নয়নে আরো বিনিয়োগ দরকার বলে গবেষকরা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/৫ ডিসেম্বর ২০১৫/শরীফ