পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি প্রেমের সমাধি তাজমহল ভেঙে এর জায়গায় শিব মন্দির নির্মাণ করতে চান ভারতের উত্তর প্রদেশের আজম খান নামে এক মন্ত্রী! এমন মন্তব্য করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন সমাজবাদী পার্টির জ্যেষ্ঠ এ নেতা।
ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী দল শিব সেনাকে সমর্থন জানিয়ে আজম খান জানান, যদি শিব সেনা তাজমহল ধ্বংস করে এর উপর শিব মন্দির নির্মাণ করতে চায়; তাহলে তিনি এর খননকাজে সহায়তা করবেন।
গত রবিবার বাবরি মসজিদ ধ্বংসের ২৩ বছর পূর্তি ছিল। ওই দিনেই ওই বিতর্কিত মন্তব্য করেন আজম খান। তাজমহল নির্মাণে সম্রাট শাহজাহানের বিপুল অর্থ ব্যয়কে 'অযৌক্তিক' বলেও অভিহিত করেন তিনি। তাজমহল ভেঙ্গে ফেলার উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় এই সমাধি ভাঙ্গার কাজে নেতৃত্ব দিবেন বলেও জানান।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর ২০১৫/শরীফ