সম্প্রতি অনুসন্ধানের ভিত্তিতে দেশভিত্তিক শীর্ষ জনপ্রিয় ব্যক্তিত্ব, সেলিব্রেটি ও বিষয়ের তালিকা প্রকাশ করেছে গুগল। তালিকায় ২০১৫ সালে ব্যক্তিত্ব ক্যাটাগরিতে বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে আছে জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নাম। অর্থাৎ, চলতি বছর গুগলে বাংলাদেশিরা সবচেয়ে বেশি অনুসন্ধান করেছে মুস্তাফিজকে। অন্যদিকে ভারতে এ ক্যাটাগরিতে সবার উপরে রয়েছে সাবেক পর্নো তারকা ও বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম। অর্থাৎ, গড়পরতা ভারতীয়রা চলতি বছর ইন্টারনেটে সবচেয়ে বেশি খুঁজেছে সানি লিওনকে।
তবে বাংলাদেশের তালিকাতেও ৮ নম্বরে সানি লিওনের নাম রয়েছে। এদিকে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম দুই দেশেই অনুসন্ধানে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন। ভারতে তিনি তিন নম্বরে অবস্থান করলেও বাংলাদেশে আছেন দুই নম্বরে।
ভারতের তালিকায় প্রথম স্থানে সানি লিওন, দ্বিতীয় স্থানে সালমান খান, তৃতীয় সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, চতুর্থ ক্যাটরিনা কাইফ আর পঞ্চম স্থানে রয়েছে দীপিকা পাডুকোনের নাম।
বাংলাদেশের তালিকায় প্রথম স্থানে মুস্তাফিজুর রহমান, দ্বিতীয় স্থানে এপিজে আবদুল কালাম, তৃতীয় ভারতীয় নায়িকা রাধিকা আপ্তে, চতুর্থ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ ও পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী ও মডেল এরিয়েল উইন্টার।
তথ্যসূত্র : গুগল ট্রেন্ডস
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ