শুধ নারীদের প্রবেশ বা বসবাসের অধিকার রয়েছে এমন ব্যায়ামাগার, স্কুল, উপাসনালয়, হোটেল ও রেস্টুরেন্টের কথা আমরা শুনেছি। তাই বলে শুধু নারী অধ্যুষিত বা পুরু্ষ নিষিদ্ধ গ্রাম! পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার উমোজা তেমনই একটি গ্রাম যেখানে শুধুই নারীদের বসবাস।
অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের শিকার নারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গ্রামটি প্রতিষ্ঠিত হয়। সেখানে নারীরা একে অপরের দেখভাল করে থাকেন।
উমোজা কেনিয়ার উত্তরাঞ্চলীয় সামবুরু অঞ্চলে অবস্থিত। এ সম্প্রদায়ের প্রধান রেবেক্কা ললোসলি। তবে উমোজায় পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা নেই। তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই।
১৯৯০ সালে ১৫ জন নারী মিলে গ্রামটি প্রতিষ্ঠিত করেন। এদের সবাই ব্রিটিশ সৈন্য দ্বারা ধর্ষণের পর বেঁচে যান। এখন সেখানকার জনসংখ্যা দিন দিন বাড়ছে। গ্রামটিতে প্রায় ২০০ শিশু বসবাস। খবর দ্য গার্ডিয়ানের
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ