ইউরোপের দেশগুলোতে পর্ন ছবির শুটিং অহরহ হয়ে থাকে। তবে ভারতীয় উপমহাদেশে এ ঘটনা বিরল। অথচ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কি না পর্ন ছবির শুটিং হলো একাবারে দিন দুপুরে। সোমবার সল্টেলেকের এই ঘটনায় পুলিশ ১৪ জনকে আটক করেছে।
জানা গেছে, সল্টলেকের ডিডি ব্লকে একটি অনুষ্ঠান বাড়ি ভাড়া নিয়ে চলছিল পর্ন ছবির শুটিং। সেই মতো আগে থেকেই মিটিয়ে দেওয়া হয় অনুষ্ঠান বাড়ির ভাড়াও। তবে শুটিং শেষ হওয়ার আগেই পুলিশ গোটা চক্র ধরে ফেলে। গোপনসূত্রে খবর পেয়ে ওই বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা হয় ১৪ জনকে।
এছাড়া, পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বেশকিছু হার্ড ডিস্ক ও ক্যামেরা। ক্যামেরার ছবি দেখে অশ্লীল ছবি তোলার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। এর আগেও পর্ন ছবির শুটিং হয়েছিল বলে জানা গেছে। গোটা ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: ২৪ঘণ্টা
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব