বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু’র জরিপে ভারতের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে ‘গরু’। ২০১৫ সালে অনলাইনে ভারতীয়দের মধ্যে গরু নিয়েই সর্বাধিক আলোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় ইয়াহু। এরপর যথাক্রমে রয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট, দেশটির সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম ও আলোচিত শীনা বোরা হত্যা। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
এক বিবৃতিতে ইয়াহুর ভারতীয় কার্যালয় জানিয়েছে, সবাইকে হটিয়ে দিয়ে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে গরু। এর যাত্রা শুরু হয়েছিল মহারাষ্ট্র সরকারের গরুর মাংস নিষিদ্ধের মধ্য দিয়ে। এই নিয়ে মাঠ থেকে শুরু করে অনলাইনেও বেশ আলোচনা হয়। দেশজুড়ে দেখা দেয় ‘গরুর মাংস বিতর্ক’।
বিবৃতিতে আরো বলা হয়, ভারতে গরুর মাংস ইস্যুতে দাদরিতে মানুষ হত্যার মতো ঘটনা ঘটেছে। দেশজুড়ে অসহিষ্ণুতার একটি প্রতীক হয়ে দেখা দেয় ‘গরু’। দেশটির পার্লামেন্টেও গরু ইস্যুতে আলোচনা হয়েছে।
পুরো বছরের ঘটনা ফিরে দেখার একটি আয়োজন হলো ইয়াহুর সেরা ব্যক্তিত্ব নির্বাচন। এই আয়োজনের মধ্য দিয়ে পুরো বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো আবার স্মরণ করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় বা ব্যক্তিকে পার্সোনালটি অব দ্য ইয়ার ঘোষণা করা হয়।
এছাড়া দেশটির সেরা নারী সেলিব্রেটি নির্বাচিত হয়েছেন সাবেক পর্নস্টার সানি লিওন, সেরা পুরুষ সেলিব্রেটি সালমান খান এবং সেরা খেলায়াড় টিম ইন্ডিয়ার অধিনায়ক মাহেদ্রা সিং ধোনি।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব