ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে ঘটলো এক দুঃখজনক ঘটনা। সেখানে কাটাঙ্গুরের কাছে রাস্তা পার হবার সময় পঁয়ষট্টি বছর বয়সী এক পথচারীকে ধাক্কা মারে তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ি। ব্রেক না কষে গাড়িতে গতি বাড়িয়ে ছুটতে থাকে।
প্রায় পাঁচ কিলোমিটার সামনে গিয়ে ঘাতক গাড়ির চালক ভাবলেন এবার তিনি নিরাপদ। কিন্তু বিধি বাম! গাড়ি থেকে নামতেই মালিক এবং চালক দেখলেন সামনে পুলিশ ও জনতা। ব্যাপার কি? তারপর যা দেখলেন তারা তাতে মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া উপায় কি!
যে পথচারীকে ধাক্কা মেরে গাড়িটে ছুটে গেছে সামনের দিকে, সেই ব্যক্তির মৃতদেহ গাড়ির মাথায় আটকে ছিল যা তাড়াহুড়োর কারণে চালক বা মালিক কারোরই চোখে পড়েনি। গাড়ি থামানোর পরই তা তারা বুঝতে পারেন। এ ঘটনায় গাড়ির চালক এবং পিছনে বসা গাড়ির মালিক দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা