মাত্র দুই মিনিটের ফারাক। আর তাতেই দুই যমজ ভাই-বোনের জন্মসাল গেল বদলে। সানদিয়াগোর হাসপাতালে এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকলেন চিকিৎসক থেকে নার্স সকলেই।
সদ্যাজাত দুই ভাই-বোন জায়লিন ভ্যালেন্সিয়া এবং লুইস ভ্যালেন্সিয়া জুনিয়র।
মারিবেল ভ্যালেন্সিয়া প্রসবযন্ত্রণা নিয়ে বর্ষশেষের রাতে ভর্তি হন সান দিয়াগোর জিওন মেডিকেল সেন্টারে। পরিস্থিতি দেখে চিকিৎসকও খুব বেশি দেরি করেননি। স্বাভাবিক নিয়মে যমজ সম্তানের ক্ষেত্রে সবসময়েই একজন আগে জন্মায় এবং অপরজন জন্মায় কয়েক মিনিটের ব্যবধানে। এক্ষেত্রেও তাই হয়েছে।
মারিবেল তাঁর কন্যাসন্তানের জন্ম দেন ৩১শে ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে এবং ১২.০১ নাগাদ জন্মায় তাঁর পুত্রসম্তান। মাত্র দুই মিনিটের ব্যবধানে জন্মানোয় যমজ ভাইবোনের জন্মসাল গেল বদলে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুই সন্তানই সুস্থ আছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ