ভারতের অন্যতম মেট্রো শহর মুম্বাইয়ে নির্মিত 'স্লামডগ মিলিয়নিয়ার' মুভিটির কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। এবার সেই শহরেই তৈরি হচ্ছে বিশ্বের প্রথম 'স্লাম মিউজিয়াম'। মুম্বাইয়ের ধারাভি বস্তিকে কেন্দ্র করে তৈরি হবে মিউজিয়ামটি।
ধারাভি বস্তিতে যারা বাস করেন তাদের জীবনযাপনের ছাপ থাকবে মিউজিয়ামে। সেখানে রাখা হবে বস্তিবাসীর মাটির তৈরি জিনিস, হাতে তৈরি কাপড়-জামা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র। 'স্লাম মিউজিয়াম'-এর উদ্যোক্তা স্প্যানিশ শিল্পী জর্জ রুবিও। মঙ্গলবার এই শিল্পী জানিয়েছেন, বিশ্বের প্রথম বস্তিতে তৈরি হওয়া মিউজিয়ামটি খুলবে ফেব্রুয়ারিতে। দু'মাসের জন্য এটা খুলে দেওয়া হবে।
বস্তিতে যাদের বাস সেইসব মানুষদের ভেতরের সৃজনশীলতাকে প্রকাশ্যে নিয়ে আসতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মূলত 'স্লামডগ মিলিয়নিয়ার' মুভিটি খ্যাতি অর্জন করার পর থেকে বস্তিটিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা