ভারতে এবারই প্রথম প্রতিষ্ঠিত হলো এক্সক্লুসিভ ট্রান্সজেন্ডার ব্যান্ড 'সিক্স প্যাক ব্যান্ড'। গতকাল যশরাজ ফিল্মসের উদ্যোগে এই ব্যান্ডের উদ্বোধন হয়ে গেল। এর উদ্যোগ নিয়েছেন সোনু নিগম।
হিজড়া বা ট্রান্সজেন্ডাররা সমাজের অবহেলিত অংশ। এই প্রথম তাদের নিজেদের ব্যান্ড তৈরি হল। 'সিক্স প্যাক ব্যান্ড' নাম নিয়ে শুরু করলো পথ চলা। এই ব্যান্ডের পুরোধা বিখ্যাত গায়ক সোনু নিগম। তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার জন্য পাশেও থাকছেন এই গায়ক।
যশ রাজ স্টুডিওতে আনুষ্ঠানিক উদ্বোধন হল এই ৬ জনের ব্যান্ডের। তাদের পথচলায় আরও পাশে আছেন অভিনেত্রী আনুশকা শর্মা।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা