তেলের বদলে পানিতে চলবে গাড়ি। এমনই এক গাড়ি আবিষ্কারের দাবি করেছেন ভারতের মধ্যপ্রদেশের রাইজ মোহম্মদ মাকরানি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
গাড়িটি চলবে পানি ও ক্যালসিয়াম কার্বাইডের মিশ্রণে। বহু কারখানায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহৃত হয় অ্যাসিটিলিন ও ক্যালসিয়াম সায়ানামাইড উৎপাদনে। সুতরাং ক্যালসিয়াম কার্বাইড ও জল একসঙ্গে মেশানো হলে, অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে, যা দিয়েই চলবে ওয়ান্ডার কার। এতে জ্বালানির খরচ কমবে লিটার প্রতি ১০ থেকে ২০ টাকা, যা একইসঙ্গে পরিবেশবান্ধবও বটে।
মাত্র ছয় মাস সময়ে এই গাড়িটি তৈরি করেছেন মাকরানি। ইতোমধ্যে নিজের আবিষ্কারের পেটেন্টের জন্য আবেদন জানিয়েছেন তিনি। তার এই গাড়ি আবিষ্কারের খবর পৌঁছেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও।
তথ্যসূত্র : জি নিউজ
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ