আমরা সবাই হয়তো কমবেশি লটারি খেলি বা কেটে থাকি। লটারি লাগবে কি লাগবে না তা পুরোটাই ভাগ্যের লিখন। কিন্তু লটারি খেলার আগে বা কাটার আগে কি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতিই নেওয়া হয় না! লটারি জেতার কোনো গ্যারান্টি নেই, এটা ঠিক। কিন্তু কিছু অঙ্ক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুযায়ী লটারি খেলেন কেউ কেউ। নিচে লটারির সময় যেসব পদ্ধতি অবলম্বন করবেন বা যেসব নম্বর বেছে নিতে পারেন তা নিয়ে আলোচনা করা হলো :
১. আগে যে সংখ্যাগুলো লটারিতে জিতেছে, সেটা একবার দেখে নিলে মন্দ হয় না। এক্ষেত্রে একটা হিসেব দেওয়া যাক যে, ১৯৯৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোটামুটিভাবে দেখা গিয়েছে যে, জেতা লটারি সংখ্যার মধ্যে সবথেকে বেশি থাকে '১' সংখ্যাটা। তাই যদি আপনি পদ্ধতি মেনে কিছু করতে চান, তাহলে ১ সংখ্যাটা ভালো। আপনার কাছে যে সংখ্যাগুলো থাকবে, তারমধ্যে সবথেকে কম সংখ্যাটা বাছতে পারেন।
২. যে লটারির নম্বারটা বাছতে চান, তাতে সবচেয়ে কম নম্বরটা বাছতে পারেন। সেক্ষেত্রে ১ দিয়ে শুরু করতে পারেন। আরও একটা তথ্য জানলে ভালো হবে যে, লটারিতে জেতা সংখ্যার মধ্যে ৬০ শতাংশ ক্ষেত্রে ১ থাকে!
৩. আপনার লটারির নম্বর বাছার সময় কখনও কখনও পরপর দুটো সংখ্যা রাখতে পারেন। যেমন ৪-৫, ৬-৭, ৮-৯, ৩-৪, এরকম।
৪. ৮ এর আশেপাশের একটা সংখ্যা আপনি বাছতে পারেন। হয় ৭ কিংবা ৯। দেখা যায়, জেতা লটারির সংখ্যার মধ্যে এমন সংখ্যা থাকে।
৫. সাধারণত দেখা যায়, জেতা লটারির সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা বেশি থাকে। তাই লটারি খেলার আগে বিজোড় সংখ্যাকে গুরুত্ব দিতে পারেন।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ