ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। পর্নস্টার দানিয়েলি ল্যাগ্রি শখ হলো বিমান চালাতে শিখবেন। শখ মেটাতে শিখতেও শুরু করলেন। কিন্তু বিমান অবতরণ করতে গিয়ে পিলে চমকানো ঘটনার জন্ম দিলেন তিনি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন।
ঘটনার দিন ইনস্ট্রাক্টরের নির্দেশ অনুযায়ী আকাশে ঘুরপাক খেয়েছিলেন ঠিকঠাক। কিন্তু সমস্যা হয়ে গেল অবতরণের সময়। লস এঞ্জেলেসের ব্যস্ত মোটরওয়েতে সটান নামিয়ে দেন বিমানটি। তবে রাস্তায় বিমানটি নামানোর পরে আর কোনো গোলমাল হয়নি। কিন্তু কেন এভাবে রাস্তায় বিমানটি নামালেন তিনি?
জানা গেল, ওড়ার সময়ে আচমকা সামনে পাহাড় দেখেন দানিয়েলি। ইনস্ট্রাক্টর তাকে পাহাড়ের উপর দিয়ে বিমানটি নিয়ে যেতে বলেন। কিন্তু দানিয়েলি বুঝেছিলেন, তিনি পারবেন না। তাই অবতরণের সিদ্ধান্ত নেন। ইঞ্জিনও কিঞ্চিৎ গোলমাল করছিল। পরে দানিয়েলি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘‘ভাগ্য ভালো বলে বেঁচে গেছি। নামার সময়ে দেখলাম বিদ্যুতের তার, গাড়ি। মনে হয়েছিল, ধাক্কা লেগে যাবে। কিন্তু বাকি গাড়িগুলি থেমে যায়। কোনো বিপদ ঘটেনি।’’
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা