ভারতের গুজরাট প্রদেশে মদের বোতল ভর্তি একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। আর এ নিয়ে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। খবর পেয়ে গ্রামের লোকজন ছুটে এসে কয়েক মিনিটের মধ্যেই পুরো ট্রাক সাফাই করে দেয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুজরাটের বানসকান্থা জেলার ধনেরার সমরওয়াদা গ্রামের কাছে মদের বোতল বোঝাই একটি গাড়ি উল্টে যায়। পুলিশের আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় গ্রামের লোকজন। শুরু হয়ে যায় লুটপাট। যে যত পারে মদ আর বিয়ারের বোতল নিয়ে ছুটতে থাকে।
পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে সব শেষ। দুর্ঘটনায় যে কয়েকটি বোতল ভেঙে গেছে, শুধু পড়ে রয়েছে সে কয়টিই। এছাড়া দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালকও পালিয়েছে।
যদিও গুজরাটে মদ্যপান এবং বিক্রি নিষিদ্ধ।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ