গাজরের ভিতর ভরে চলছে মাদক পাচার। এমন ফন্দির কথা দুঃস্বপ্নেও ভাবেননি গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশে এমন কাণ্ড না ঘটলেও আমেরিকার টেক্সাস সীমান্তে এই কৌশলেই মাদক পাচার করছে দুষ্কৃতীরা।
সম্প্রতি ইউএস বর্ডার পেট্রলের নজরে এসেছে অভিনব পাচার প্রক্রিয়া। গাজরের কার্টন থেকে উদ্ধার হয়েছে এক টনের বেশি গাঁজা।
দেখতে গাজরের মতো হলেও আসলে মাদক লুকিয়ে রাখার বিশেষ ভাবে তৈরি কেস। বস্তার ভিতর আসল সব্জির ভিড়ে অনায়াসে মিশে যায় বলে চট করে বোঝা যায় না। এমনই ৩০০০ নকল গাজর দু'টি পিক-আপ ট্রাকে বোঝাই হয়ে সীমান্ত পার করার সময় ধরা পড়ে। মার্কিন সীমান্ত বাহিনীর হিসেব বলছে, বাজারে তার দাম ৪,৯৯,০০০ ডলার।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন