কমপক্ষে দুইবার বিয়ে করতে হবে নতুবা কারাবরণ করতে হবে- ইরিত্রিয়ার সরকার এমন আইন পাশ করেছে; এমন একটি তথ্য ফেসবুকে শত শত বার শেয়ার হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। তবে খবরটি সত্য নয়। ২০১৬ সাল থেকেই এমন তথ্য ভাইরাল হয়। গত বছরও এমন তথ্য ভাইরাল হয়েছিল। এএফপি ফ্যাক্ট চেককে ইরিত্রিয়ার তথ্য মন্ত্রী জানিয়েছেন, এমন তথ্য সত্য নয়।
ফেসবুক ও টুইটারের এ গুজব ভাইরাল হয়েছে। বিভিন্ন দেশের সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তবে এমন গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি। গুজবে দাবি করা হয়েছিল, ইরিত্রিয়া বহুবিবাহ ব্যবস্থা প্রচলন করা হবে। কেনিয়ার নিউজ সাইট The Standard প্রথমবারের মতো তাদের ক্রেজি ওয়ার্ল্ড (Crazy World) বিভাগে এ নিয়ে খবরের আদলে রম্য ছাপিয়েছিল। এর শিরোনাম ছিল Eritrea now asks men to marry at least two wives or face imprisonment
২০১৬ সালের ২৫ জানুয়ারিতে প্রকাশিত সেই রম্য রচনায় বলা হয়, ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধে ইরিত্রিয়ার অনেক সৈন্য মারা গেছে। এতে দেশের পুরুষের সংখ্যা কমে গেছে। প্রত্যেক পুরুষকে দুই বিয়ে করতে হবে। নাহলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। যে নারী তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না তাকেও জেলে যেতে হবে। ইরত্রিয়ার ধর্মীয় বিভাগ এতে অনুমতি দিয়েছে। তবে তারা এটাও লিখেছিল যে, The Standard এ খবরের সত্যতা যাছাই করতে পারেনি।এই রম্যকে আফ্রিকার অন্য ওয়েবসাইট সত্য খবর হিসেবে প্রচার শুরু করে। তবে ২০১৬ সালের ২৭ জানুয়ারি ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী জানান, বিষয়টি সত্য নয়। এ নিয়ে খবর প্রচার করায় সমালোচনাও করেন তিনি। তবে The Standard বিবৃতি দিয়ে জানায়, তারা পাঠকদের বিনোদন দিতে এমন রম্য প্রকাশ করেছেন। তাদের প্রকাশিত তথ্যের ভিত্তি নেই।
গত বছরও এ গুজবটি ছড়িয়ে পড়ে। ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী তখন জানিয়েছিলেন, ৫ বছর আগে প্রথম এ গুজব ছড়িয়েছিল। ক্লিক বাড়াতে, পাঠকদের আকর্ষণ করতে এমনটা করেছিল ওয়েবসাইটটি।