নারী ধর্ষণের ঘটনা রোজই খবরের শিরোনাম হচ্ছে। দেশে দেশে নারীর প্রতি সহিংসতা, যৌন নির্যাতন বেড়েই চলেছে। কিন্তু চমকে ওঠার মতো খবর হলো পৃথিবীতে এমন দেশও রয়েছে, যেখানে মেয়েদের চাইতে বেশি ধর্ষিত হতে হয় ছেলেদের! দেশটি অচেনাও নয়। খোদ আমেরিকাতেই এমনটা ঘটে বলে জানা গেছে।
আমেরিকার জেলখানায় বা সামাজিক ক্ষেত্রে সমকামিতা অনেক বেশি। যেসব পুরুষ অপরাধ করে জেলে যায়, তাদের জেলের ভেতরে ধর্ষণ করা হয় বহু ক্ষেত্রে। আর এই সংখ্যাগুলো যোগ করে দেখা যাচ্ছে, প্রতিবছরই আমেরিকায় মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হতে হয় ছেলেদের।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ রশিদা