ভারতে ধর্মান্তর ও গো-মাংস খাওয়ানোয় ফের বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি তিন হিন্দু ধর্মাবলম্বীকে খ্রিস্টান ধর্মে রুপান্তর ও গো-মাংস খাওয়ানোর অভিযোগে এক ব্যক্তিকে ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হয়েছে।
ঘটনাটি ঘটে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। জালুয়ান জেলার ওয়াধেশ সাভিতা নামে এক ব্যক্তি তিন ব্যক্তিকে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন। অতপর তিনি তাদের গো-মাংস খাওয়ান।
এমন খবর শুনে উগ্র হিন্দুত্ববাদী দল বজরঙের প্রায় ২০০ কর্মী সাভিতার বাড়িতে ছুটে যায়। এরপর তাকে টেনেহিঁচড়ে ওরাইয়ের রাস্তায় নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তার মাথা ন্যাড়া করে, চোখের ভ্রু, গোফ কামিয়ে গলায় জুতার মালা পরিয়ে পুরো রাস্তায় ঘোরায়।
এদিকে, এ ঘটনায় তিনটি এফআইআর হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনটি মামলার মধ্যে দুটি বজরঙ দলের বিরুদ্ধে। আরেকটি ওয়াধেশ সাবিতার বিপক্ষে। খবর জি নিউজের
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ