কোনো অস্ত্রের ওজন মাত্র ২৫০ গ্রাম হবে তা কী কেউ কখনো ভেবেছেন! বিশ্বাস করুন আর নাই করুন, এই ওজনের একটি রিভলবার রয়েছে। সম্প্রতি ভারতের বাজারে এত হালকা ওজনের একটি রিভলবার ছাড়া হয়েছে।
রিভলবারটি আসলে অ্যালুমিনিয়ামের তৈরি। 'নিডার' নামের এই রিভলবারটির আয়তন ১৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৪০ মিলিমিটার। দাম মাত্র ৩৫ হাজার রুপি বা প্রায় সাড়ে ৪০ হাজার টাকা।
নারীদের আত্মরক্ষার জন্য এর আগেও দেশটি ৫০০ গ্রাম ওজনের রিভলবার তৈরি করে। এর নাম দেওয়া হয় 'নির্ভীক'। ২০১২ সালের ডিসেম্বরের ১৬ তারিখে দিল্লিতে চলন্ত বাসে এক মেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণ ও পরে মৃত্যুর বিষয়টি স্মরণ রেখেই 'নির্ভীক' নামে আগ্নেয়াস্ত্র তৈরি করে কানপুরের ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি। যার দাম এক লাখ ২২ হাজার ৩৬০ রুপি।
এর তুলনায় 'নিডার'র দাম কম ও হালকা হওয়ায় এটি নারীদের সুরক্ষায় আরো বেশি কার্যকরী ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞদের মত।
সূত্র : বিবিসির
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ