চিতাবাঘের গায়ে সাদা-কালো ডোরাকাটা দাগ থাকে। আবার মারাত্মক বিষাক্ত সাপ 'রাসেল ভাইপার'র গায়েও দাগ থাকে। ফলে সরীসৃপ এই প্রাণীটি দেখতে অনেকটা অজগরের মতো। রাসেল ভাইপার দেখতে অজগরের মতো হওয়ায় সম্ভাব্য প্রাণঘাতী ভুল করেন ভারতের মণিপুর রাজ্যের দুই তরুণ। চংলিয়েন কংসাই ও থানগাম মং ওই দুই তরুণ গতকাল অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তারা একটি রাসেল ভাইপারকে ভুলে অজগর মনে করে ধরে ফেলেন। পরে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা হোয়াটসঅ্যাপে সাপটি দেখে এটিকে রাসেল ভাইপার বলে জানালে তাদের ভুল কাটে ও এর কামড় থেকে বেঁচে যান। খবর দ্য হিন্দুর
তারা যেভাবে ভুলটি করেন : মারাত্মক বিষাক্ত রাসেল ভাইপারের গায়ে যে দাগ থাকে তা দেখতে অনেকটাই অজগরের গায়ের দাগের মতোই। অার এক্ষেত্রেই ভুল করেন ওই দুই তরুণ। হাইবারনেশনের ফলে বেশ ক্লান্ত থাকায় তারা ভাইপারকে অজগর মনে করে মোক্ষম সুযোগ ধরে নিয়ে এটিকে ধরে ফেলে। তারা পরে পুলিশকে এ বিষয়টি অবহিত করে। এরপর পুলিশ 'পিপলস ফর অ্যানিমেল' নামে একটি সংগঠনের কর্মীদেরকে তা জানায়।
সংগঠনটির কর্মীরা হোয়াটসঅ্যাপে পোস্ট করা 'অজগরের' ছবি দেখে বিস্মিত হয় কারণ তাদের দৃষ্টিতে এটি অজগর নয়, বরং রাসেল ভাইপার যে! ফলে তারা পুলিশ ও ওই দুই তরুণকে সাপটির কাছে না যাওয়ার জন্য পরামর্শ দেন। রাসেল ভাইপারটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ