মৌসুমে শুরুতে টমেটোর কেজি সেঞ্চুরি পার করলেও এখন তা মাত্র ৩ টাকা দরে বিক্রি হচ্ছে। খুলনা শহরেই ফেরিওয়ালারা ভ্যানে করে হাঁকডাক দিয়ে এতো স্বল্প দামে টমেটো বিক্রি করছেন।
জানা যায়, কয়েক দিন ধরে খুলনা মহানগরীর পাইকারি ও খুচরা বাজারগুলোয় টমেটোর সরবরাহ বেড়েছে। ফলে দরপতন হয়েছে।
চাকরিজীবী আরিফুল আজাদ জানান, প্রতিটি পণ্যের দাম যখন উর্ধ্বমুখী তখন নামমাত্র মূল্যে টমেটো পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, কি বলবো, এক বোতল পানির দামে এখন ৩ কেজি টমেটো।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব