১২ বছর বয়সী মেয়ের বিয়ে হচ্ছে শুনলেই লোকে আঁতকে উঠে বলে, আরে এযে বাল্যবিবাহ! কিন্তু সেই বিয়ের পাত্রের বয়স যদি হয় পাত্রীর থেকে অন্তত ৬ গুণ বেশি তাহলে কেমন লাগবে?
সামাজিক যোগাযোগের মাধ্যমে এমনই এক ভিডিও পাওয়া যাচ্ছে। এটি সচেতনতামূলক ভিডিও। যা বাল্য বিবাহ প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংস্থা 'কাফা' তৈরি করেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হচ্ছে। পুরনো সংস্কৃতি মেনে বিয়ে পরবর্তী ফটোশ্যুটেও অংশ নিয়েছেন নবদম্পতি। সাদা গাউন পরিহিত বউ আর কালো পোশাকে পাত্র। সঙ্গী এক ফটোগ্রাফার। প্রতিবাদী কয়েকজন নাকি পাত্রকে এ ব্যাপারে প্রশ্নও করেছে কেমন করে এমন অসম বিয়ে করতে পারছে! পাত্রের উত্তর,"আমি মেয়ের বাবা-মায়ের অনুমতি নিয়ে বিয়ে করেছি"। মানতে নারাজ প্রতিবাদীরা এরপর পাত্রীকে প্রশ্ন করলেন,"তোমার বাবা মা কোথায়?"
কোনো কথা বলল না পাত্রী। মন মানছে না, উত্তর না দিলেও একা ওই পাত্রীকে ছেড়ে দিতে চাইছে না প্রতিবাদী... পুরোটাই একটা গল্প।
ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুন:
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা