মদ্যপ অবস্থায় বিমানের করিডোরে সবার সামনে মূত্রত্যাগ করায় এক যাত্রীকে ১,০০০ পাউন্ড জরিমানা করেছে আদালত। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ ১০ হাজার টাকা। এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি ভারত থেকে বার্মিংহাম যাচ্ছিল।
জানা গেছে, বিমান ল্যান্ড করার কিছুক্ষণ আগে এক ব্যক্তি মদ্যপান করে সিট থেকে উঠে দাঁড়ায়। সবাইকে অবাক করে সবার সামনেই করিডোরে অম্লানবদনে মূত্রত্যাগ শুরু করেন। কারও নিষেধ কানে না নিয়ে শেষও করেন। এমন কাণ্ডে হতচকিত হয়ে পড়েন বিমানের অন্য যাত্রী ও কর্মীরা। অভিযুক্তের নাম জিনু আব্রাহাম।
আইনজীবী জন কার্ডিফ আদালতে জানান, ১০ বছরের ছেলেকে নিয়ে বিমানে উঠেছিলেন জিনু আব্রাহাম। বিমান ল্যান্ডিং করার কিছুক্ষণ আগে বিমানের করিডোরে গিয়ে দাঁড়ান জিনু। এর পর প্যান্টের চেন খুলে সেখানেই মূত্রত্যাগ করেন। পরে গিয়ে নিজের সিটে বসেন।
এই অভব্যতার জন্য বিমানের কর্মীরা ওই ব্যক্তির হাতে প্লাস্টিকের হ্যান্ডকাফ পরিয়ে, সিট বেল্ট বেঁধে দেন। বিমান ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় জিনু আব্রাহামকে।
বছরের ৩৯-এর আব্রাহাম জানান, এয়ার ইন্ডিয়ার বিমানে উঠে তিনি দু'টো হুইস্কি নিয়েছিলেন। এর পর ঠিক কী হয়েছে, তাঁর খেয়াল নেই।
আব্রাহামের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল ন্যাশনাল হেলথ্ সার্ভিসে কাজ করেন। তাঁর স্ত্রীও নার্স। এগারো বছর হল তাঁদের বিয়ে হয়েছে। সম্প্রতি তাঁদের এক সন্তানের মৃত্যু হওয়ার পর মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তার জন্য আব্রাহামের চিকিত্সা চলছে। নার্ভের গন্ডগোলের কারণেই আব্রাহাম এমনটা ঘটিয়ে ফেলেন।
গত ১৯ জানুয়ারির এই ঘটনার জন্য এক হাজার পাউন্ড জরিমানা করা হয় তাঁকে। আদালত জিনু আব্রাহামকে দোষী সাব্যস্ত করে জানায়, বার্মিংহাম ক্রাউন কোর্টকে দিতে হবে ৩০০ পাউন্ড, বিমান কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ৫০০ পাউন্ড, সারচার্জ ও অন্যান্য মিলিয়ে আরও ২১৫ পাউন্ড।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ