স্ত্রীর সময় জুড়ে রয়েছে সদ্যজাত সন্তান। এই কারণে তার ওপর হিংসায় জ্বলছিল জন্মদাতা। শেষে স্ত্রীকে গুলিই করে বসলেন! কিন্তু ভাগ্য ভালো, বন্দুকে তখন কার্তুজ ছিল না। তবে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে আটক হয়েছেন আমেরিকার মিনেসোটার বাসিন্দা বছর আঠাশের নিকোলাস জর্জ লেহমিয়ার।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চার মাসের সন্তানের সঙ্গে স্ত্রী বেশি সময় কাটাচ্ছেন বলে হিংসেয় জ্বলছিল সন্তানের জন্মদাতা। আর তাই শিশুকে স্তন্যপান করাতে ব্যস্ত স্ত্রীর ওপর গুলি চালিয়ে দিলেন রাগে উন্মত্ত স্বামী।
নিকোলাসের স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, গত ১০ বছর ধরে তাঁর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করছেন স্বামী। গত জুলাই মাসে তা চরম পর্যায়ে পৌঁছায় যখন স্ত্রীকে খুনের চেষ্টা করেন ওই যুবক। মাত্র ৪ ফিট দূরত্ব থেকে গুলি করার চেষ্টা করেন তিনি। সৌভাগ্যবশত বন্দুক থেকে গুলি বের হয়নি।
তাতেই না থেমে অন্য ঘর থেকে আরেকটি বন্দুক আনতে ছোটেন নিকোলাস। তবে সেই বন্দুক স্ত্রী-র দিকে তাক না করে ঘরের জানালা দিয়ে বাইরে গুলি ছোঁড়েন তিনি। আসলে স্ত্রী-কে শেষ পর্যন্ত তিনি খুন করতে চাননি।
এর আগেও নিকোলাসের বিরুদ্ধে নিজের শিশু সন্তানদের ওপর অত্যাচার চালানোর অভিযোগ উঠেছিল। এই কারণে তাঁর ৫ শিশুকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে যায় স্থানীয় প্রশাসন। বিচারে তিনি দোষী প্রমাণিত হলে নিকোলাসের ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ