ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, জাস্টিন বাইবার, জুলিয়া রবার্টস, কিম কার্দাশিয়ান থেকে শুরু করে বিশ্বের পাঁচ হাজার সেলিব্রেটির সঙ্গে ছবি তুলে সাড়া ফেলে দিয়েছেন এক তরুণী। নাম তার স্টকার সারা। থাকেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।
সারা তখন ১২ বছরের কিশোরী। পছন্দের নায়কের সঙ্গে ছবি তোলার জন্য বিনা দ্বিধায় এগিয়ে গিয়েছিল স্মার্ট মেয়েটা। ছোট মেয়েটার অনুরোধ ফেলতে পারেননি রবার্ট। কেমন করে এমন দুঃসাধ্য কাজটি করেন তিনি এমন কথার পর তার মন্তব্য, "শুধু সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে এগিয়ে যাওয়া। তাতেই কাজ হাসিল।"
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা