এক পুলিশ কুকুরের মৃত্যুতে ৫ পুলিশকে বরখাস্ত করা হয়েছে! গত সোমবার ভারতের বিহারে এ ঘটনাটি ঘটে। খবর জি নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রোহতাস জেলায় কর্তব্যরত 'গুলাবো' নামের এক পুলিশ কুকুরকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুলাবোর ৪ হ্যান্ডলার ও এক সাব ইন্সপেক্টারের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ আনা হয়। এরই পরিপেক্ষিতে সোমবার তাদের বরখাস্ত করা হয়।
গুলাবোকে উত্তরপ্রদেশের মিরাট থেকে নিয়ে আসা হয়েছিল। বিহার রাজ্য পুলিশের নিয়ে আসা ৪৫টি কুকুরের মধ্যে গুলাবো ছিল অন্যতম ট্যালেন্টেড। ফলে তার মৃত্যু প্রশাসনের অনেক ক্ষতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব