ফুটবল মাঠে সাধারণত রেফারিই কার্ড দেখাতে পারেন। সেটা সবুজ হোক আর লাল। ছোট-খাট অপরাধে সবুজ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। আর অপরাধ অমার্জনীয় হলে লাল কার্ড। এতে ওই খেলোয়াড় মাঠ ছাড়তে বাধ্য। মাঠে সাধারণত এটার বত্যয় ঘটে না। অথচ মাঠে রেফারিকেই লাল কার্ড দেখালে এক ফুটবলার! সোমবার তুরস্কের লিগে ত্রাবজনস্পোর-গ্যালাতাসারাইয়ের ম্যাচে ঘটেছে অদ্ভুত এ ঘটনা। ইএসপিএন।
ম্যাচের তখন ৮৭ মিনিট, ৯ জন খেলোয়াড় নিয়ে ১-১ গোলে সমতায় ত্রাবজনস্পোর। প্রাণপণে ঠেকিয়ে রেখেছে প্রতিপক্ষকে, গোল নয় খেলোয়াড়রা যেন শেষ বাঁশি বাজার অপেক্ষায়। এমন সময় গ্যালাতাসারাইয়ের একজনকে বক্সের ভেতর ফেলে দিলেন ত্রাবজনস্পোরের ডিফেন্ডার কাভান্ডা। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজালেন, কাভান্ডাকেও দেখিয়ে দিলেন লাল কার্ড।
রেফরির এমন সিদ্ধান্তে ত্রাবজনস্পোরের উত্তেজিত খেলোয়াড়েরা তখন রেফারিকে ঘিরে ফেলেছেন। প্রতিবাদ জানাতে ত্রাবজনস্পোরের বদলি খেলোয়াড় সালিহ দুরসান রেফারির হাত থেকে লাল কার্ডটা ছিনিয়ে নিলে সেটি উঁচিয়ে দেখিয়ে দিলেন রেফারিকেই। হতভম্ব রেফারির সংবিৎ ফিরে পেতে কয়েকটা মুহূর্ত লেগেছিল। এরপর কার্ডটা নিয়ে দুরসানকে সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখিয়ে দেন। ৯ জনের ত্রাবজনস্পোর হয়ে যায় সাতজনের দল। ওই পেনাল্টি গোলেই ত্রাবজনস্পোর ম্যাচটা শেষ পর্যন্ত হারে ২-১ গোলে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব